Tag: চুরি করতে এসে ঘুমিয়ে পরলো চোর !

চুরি করতে এসে ঘুমিয়ে পরলো চোর ! কি অবাক কান্ড!

বাড়িতে কেউ না থাকায় সুযোগটা বেশ কাজে লাগিয়েছিল চোর। সুযোগ বুঝে বাড়িতে ঢুকে দামি জিনিসগুলো ব্যাগেও ভরে ফেলেছিলো। এরপর সেই চোরের পালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও যায়নি। বরং চুরি করতে এসে ব্যাগের ভেতর চুরির জিনিসপত্র নিয়ে ওই বাড়িতেই ঘুমিয়ে পড়ে সে। আজব ঘটনাটি ঘটেছে জার্মানির এয়ারফুর্টে। ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে